অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি


Syrian children, including a boy (L) injured during clashes between the Syrian Army and rebels, play with toys on the Syrian side of the border with Turkey, near Idlib, after having fled the violence in their town, October 13
Syrian children, including a boy (L) injured during clashes between the Syrian Army and rebels, play with toys on the Syrian side of the border with Turkey, near Idlib, after having fled the violence in their town, October 13
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, প্রেসিডেন্ট বাশার আল আসাদ আন্তর্জাতিক শান্তি দূত লাখদার ব্রাহিমির সঙ্গে সাক্ষাত করেছেন। তবে খবরে দামেস্কে রবিবারের ওই আলোচনার বিস্তারিত কোন কিছু জানানো হয়নি।
লাখদার ব্রাহিমী সিরিয়ার জন্য জাতিসংঘ ও আরবলীগের বিশেষ দূত। তিনি সিরিয়া সংকটে জড়িত উভয় পক্ষের প্রতি আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে চার দিনের অস্ত্রবিরতি পালনের আবেদন জানিয়েছেন। ২৪শে অক্টোবর থেকে ঈদ শুরু হচ্ছে।
জাতিসংঘ ও আরবলীগের মহাসচীবরা এই ধর্মীয় অনুষ্ঠানের সময় হানাহনি থেকে বিরত থাকার এবং ১৯ মাস ধরে সিরিয়ায় যে সরকার বিরোধী আন্দোলন চলছে তা বন্ধ করার আহ্বান জানান ।
তবে রবিবারও প্রেসিডেন্ট বাশার ও বিশেষ দূত ব্রাহিমির মধ্যে আলোচনার সময় দামেস্কে হানাহনি চলতে থাকে। দামেস্কের খৃষ্টান প্রধান এলাকা বাব দুমায় এক পুলিশ ফাঁড়ির কাছে গাড়ি বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও অপর কয়েকজন আহত হয়।
XS
SM
MD
LG