অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা ফেব্রুয়ারীর শেষ নাগাদ স্থগিত


বুধবার , জাতিসংঘ জিনিভায় সিরিয়া বিষয়ে বিভাজিত শান্তি আলোচনা ফেব্রুয়ারীর শেষ নাগাদ স্থগিত ঘোষণা করে।

জাতিসংঘের দূত স্তাফা দ্য মিস্তুরা ২৫ শে ফেব্রুয়ারি পর্যন্ত এই আলোচনা মুলতবী রাখার বিষয়টিকে একটি অস্থায়ী বিরতি বলে অভিহিত করেন। তিনি এটিকে সিরিয়ার শান্তি আলোচনার অবসান বলে মনে করেন না। মি মিস্তুরা সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতিনিধি এবং অসাদকে ক্ষমতাচ্যুত করতে চান সেই বিরোধী গোষ্ঠিগুলোর মধ্যে পর্যায়ক্রমে আলোচনা করছিলেন।

এই অস্থায়ী বিরতি এমন এক সময়ে এলো যখন সিরিয়ার সেনাবাহিণী দাবী করছে যে তারা আলেপ্পোতে দুটি শিয়া গ্রামের উপর থেকে বিদ্রোহীদের অবরোধ অপসারণ করেছে। আসাদ সরকারের জন্য এটা বড় রকমের বিজয়।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলে যে সেনাবাহিনী এবং পপুলার ডিফেন্স কমিটি বলে পরিচিত শিয়া মিলিশিয়ার , বিদ্রোহীদের তিন বছর ব্যাপী অবরোধের অবসান ঘটিয়েছে। বিদ্রোহীদের এই পরাজয়ের ফলে , আলেপ্পো থেকে তুর্কি সীমান্ত পর্যন্ত সরবরাহ পথে সিরীয় সৈন্যরা নিয়ন্ত্রণ গ্রহণ করলো।

XS
SM
MD
LG