অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক সিরিয়ান কুর্দীদের উপর গোলাবর্ষণ করেছে


A general view shows the town of Azaz, near the Syrian-Turkish border, March 11, 2014.
A general view shows the town of Azaz, near the Syrian-Turkish border, March 11, 2014.

সিরিয়ান সক্রিয়কর্মীরা বলেছে, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক, কুর্দী বাহিনীর উপর দ্বিতীয় দিনের মত গোলা বর্ষন করেছে। এর আগে তুর্কী বাহিনী সতর্ক করে দেয় যে সীমান্তের ওপার থেকে তারা কোন হুমকীর মুখোমুখী হলে, তুরস্ক পদক্ষেপ নেবে।

Syrian Observatory for Human Rights, যারা সিরিয়ায় সংঘাত পর্যবেক্ষণ করে, তারা বলেছে আলেপ্পোর উত্তরাঞ্চলকে লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়, এবং দুজন যোদ্ধা মারা গেছে।

তুর্কী প্রধানমন্ত্রী আহমেদ ডাভাটোলু শনিবার বলেছেন সীমান্তের কয়েক কিলোমিটার দূরে সিরিয়ান শহর আজাজ, কুর্দী বাহিনীর হামলার সম্মুখীন। রাশিয়া সমর্থিত সিরিয়ার সামরিক বাহিনী আলেপ্পো এবং সীমান্ত এলাকা পুনর দখল করার জন্য ওই অঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে।

তুরস্ক, সিরিয়ান কুর্দী ডেমোক্রাটিক ইউনিয়ন পার্টি, এবং তাদের মিলিশিয়াকে, Kurdistan Workers Party (PKK)র শাখা বলে বিবেচনা করে। PKK কয়েক দশক ধরে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছে।

XS
SM
MD
LG