অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ সাধারণ পরিষদে সিরিয়া প্রস্তাবে ভোট



সিরিয়া সম্পর্কে জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার সৌদি আরবের তৈরী একটি খসড়া প্রস্তাবে ভোট হতে যাচ্ছে। একই সময় সক্রিয়বাদীরা জানাচ্ছে যে সেখনে ১৭ মাসে ধরে আসাদ বিরোধী আন্দলোনে আরো সহিংসতার খবর পাওয়া যাচ্ছে।
বৃটেন ভিত্তিক সিরিয়ান অবজার্ভেটরী ফর হিউম্যান রাইটস শুক্রবার জানিয়েছে যে রাজধানী দামেস্কে ফিলিস্থিনি একটি শরণার্থী শিবিরে গোলা বর্ষণ করা হয়। বৃহস্পতিবারের হামলায় অন্তত ২১ জনকে নিহত হয়। অবজার্ভেটরী কোন দল বা কারা মর্টারের গোলা বর্ষণ করেছে তা উল্লেখ করেনি।
এই দলটি বলছে, সরকারি বাহিনী শুক্রবার দেশের অন্যান্য এলাকাসহ হামা, ইদলীপ এবং আলেপ্পোতে লড়াই চলিয়ে যাচ্ছে। ডেরা প্রদেশে সরকারি বাহিনী হ্যালিকাপ্টার আক্রমন চালাচ্ছে।
জাতিসংঘ-আরব লীগ শান্তি দূত কফি আনানের পদত্যাগ ঘোষণার একদিন পর ভোট গ্রহণ হবে। নিরাপত্তা পরিষদে ঐক্য বদ্ধতা নেই বলে তিনি মন্তব্য করেন।
XS
SM
MD
LG