অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার একটি গ্রামে যে কোনো সময় সহিংসতার আশংকা


সিরিয়ার একটি গ্রামে যে কোনো সময় সহিংসতার আশংকা
সিরিয়ার একটি গ্রামে যে কোনো সময় সহিংসতার আশংকা

সিরিয়ার সঙ্গে তুরস্কের যে সীমান্ত, তার কাছাকাছি একটি গ্রামের বাসিন্দারা এখন ভয়ে ভয়ে রয়েছেন – যে কোনো সময় সহিংসতা দেখা দিতে পারে এ আশংকায় । সরকারের পক্ষ থেকে তাদের ভাষায় সেনাবাহিনীর সদস্যদের ব্যাপক হত্যাকান্ড ঘটবার কড়া পাল্টা অভিযান চলবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে ।

সোমবার সরকারী কর্তাবক্তিরা জানান – গত কদিনের ভেতরে জিসল আস শূগৌরের সংঘাতে আইন বলবত বাহিনীর ১২০ জন সদস্যকে হত্যা করেছে সশস্ত্র দঙ্গলবদ্ধ লোকজন। তথ্যমন্ত্রী আদনান মাহমুদ বলেন – বাসিন্দারা সশস্ত্র ঐ লোকজনের হাতে মানব বর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে ।

মানবাধিকার গ্রুপগুলো বলছে – সরকারী দমন অভিযানে ১১০০ লোকের মৃত্যু হয়েছে – গ্রেফতার হয়েছে দশ সহস্রাধিক মানুষ ।

XS
SM
MD
LG