অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় সহিংসতা বন্ধে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও দেশটির সহযোগীরা


যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জেনেভায় সোমবার ২০ ঘণ্টার এক সফর শেষে বলেন, যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা, সিরিয়ায় সহিংসতা বন্ধ করার জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করছেন।

কি ধরনের প্রস্তাব তা জানাননি যুক্তরাষ্ট্রের কূটনীতিক। কিন্তু তার লক্ষ্য আংশিক যুদ্ধবিরতির পুনঃস্থাপন এবং রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোতে যে আক্রমন চালাচ্ছে তা বন্ধ করা। গত ১১ দিন ধরে সিরিয়ার সরকারি বাহিনীর আক্রমনে আলেপ্পোতে কয়েক'শো মানুষ মারা গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যুক্তরাষ্ট্রের কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র একটি "হার্ড লাইন" এর মাধ্যমে নিরাপদ অঞ্চল চিহ্নিত করেছে। যা বেসামরিক নাগরিক ও মধ্যপন্থী বিরোধী দলের সদস্যদের জন্য আশ্রয় প্রদান করবে।

XS
SM
MD
LG