অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় স্থল বাহিনী পাঠাবে যুক্তরাষ্ট্র


Douma, Syria
Douma, Syria

সিরিয়ায় ইসলামিক ষ্টেটের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের তরফে সেখানে শিগগিরই স্থল বাহিনী পাঠানো হবে। সিরিয়ার সংঘাত নিরসনে কুটনৈতিক পথ খুঁজতে শুক্রবার ভিয়েনায় যখন বিশ্ব নেতৃবৃন্দের আলোচনা চলছিল তার পরপরই এ ঘোষণা আসে।

ভিয়েনা বৈঠকে সিরিয়ার রাজনৈতিক ভিবষ্যৎ নিয়ে আলোচনা শেষ হয়, সিরিয়ায় যুদ্ধবিরতী সম্ভব কিনা, তা নিয়ে জাতিসংঘের নেতৃত্বে সিরিয়া সরকার ও বিরোধীপক্ষের মধ্যে আলোচনার উদ্যোগ গ্রহনের ব্যাপারে সমঝোতার মধ্যে দিয়ে।

পরে এ বিষয়ে বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী;

“আমরা সমঝোতায় এসেছি যে জাতিসংঘ সিরিয়ায় যুদ্ধ বিরতির লক্ষ্যে প্রচষ্টা চালাবে এবং তার পাশাপাশি দেশটিতে স্থিতি প্রতিষ্ঠার প্রয়াস চলবে। যে সকল বিষয়ে দু’পক্ষের মধ্যে মতানৈক্য রয়েছে তা কমিয়ে আনার লক্ষ্যে আগামী কয়েক দিন ধরে আলোচনা চলবে এবং দুই সপ্তাহের মধ্যে আমরা আবারো আলোচনায় বসবো”।

জন কেরি বলেন শুক্রবারের আলোচনা ছিল মূলত আস্থা প্রতিষ্ঠার আলোচনা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভ্রভ বলেন, যুক্তরাষ্ট্র ওবং রাশিয়া কেউই চায়না অন্যের হয়ে যুদ্ধে জড়াতে।

XS
SM
MD
LG