অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ান জেট জঙ্গী বিমান ইদলিব প্রদেশে হামলা চালায়


Rebel fighters inspect a site damaged by what activists said was shelling by warplanes loyal to Syria's President Bashar al-Assad in Jisr al-Shughour town, after the rebels took control of the area, April 26, 2015.
Rebel fighters inspect a site damaged by what activists said was shelling by warplanes loyal to Syria's President Bashar al-Assad in Jisr al-Shughour town, after the rebels took control of the area, April 26, 2015.

সিরিয়ার জঙ্গীজেট বিমান রবিবার দেশের উত্তরপুর্বাঞ্চলের জিসর আল শুঘুর শহরে বোমা বর্ষণ করে। এর একদিন আগে আল কায়দা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট ও তাদের মিত্ররা, চার বছরের এই সংঘাতে এই প্রথমবারের মতো ওই শহরটি দখল করে।

ব্রিটিশ ভিত্তিক Syrian Observatory for Human Rights যারা সিরিয়ায় লড়াই পর্যেবেক্ষন করছে বলেছে ওই শহরে অন্তত চার বার বিমান আক্রমণ হয়। ইদলিব প্রদেশে সরকারের সবশেষ শক্তঘাটির অন্যতম ছিল ওই শহর।

সিরিয়ার উত্তর ও দক্ষিণাঞ্চলে,দামেষ্ক যে সব এলাকা হারিয়েছে, ৫০ হাজার জনগোষ্ঠির জিসর আল শুঘুর তার সর্ব সাম্প্রতিতম। ইদলিব প্রদেশে এখন মাত্র কয়েকটি শহর ও গ্রামে সরকারের উপস্থিতি আছে।

রবিবারের বিমান হামলায় তাৎক্ষনিক হতাহতের সংখ্যা জানা যায়নি।

XS
SM
MD
LG