অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সমালোচনা মূলক মন্তব্য সিরিয়ার পরিস্থিতির ক্ষতি করতে পারে


Mideast Syria: This photo provided by the Syrian Civil Defense group known as the White Helmets, shows members of Civil Defense inspecting damaged buildings after airstrikes hit the Bustan al-Qasr neighborhood of Aleppo, Syria, Sunday, Sept. 25, 2016.
Mideast Syria: This photo provided by the Syrian Civil Defense group known as the White Helmets, shows members of Civil Defense inspecting damaged buildings after airstrikes hit the Bustan al-Qasr neighborhood of Aleppo, Syria, Sunday, Sept. 25, 2016.

রাশিয়া বলেছে সিরিয়ার সঙ্কটের একটা রাজনৈতিক সমাধান অর্জনের বিষয়ে তারা আশাবাদী কিন্তু যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ দূত জাতি সংঘে যে সব বিবৃতি দিচ্ছেন তা ওই প্রক্রিয়ার ক্ষতি করতে পারে।

প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুটিনের মুখপাত্র ডিমিট্রি পেসকভ সোমবার আরও বলেছেন “সন্ত্রাসীরা” নিজেদের পুনরায় অস্ত্রে সজ্জিত করার জন্য ও সমবেত হওয়ার জন্য অস্ত্র বিরতির সুযোগ নিচ্ছিলো। পুটিনের মিত্র সিরিয়ান সরকার বিদ্রোহীদের প্রায়ই সন্ত্রাসী বলে আখ্যায়িত করে।

আলেপ্পোতে সংঘর্ষ প্রচন্ড ভাবে বেড়ে যাওয়ায়, জাতি সংঘের নিরাপত্তা পরিষদ জরুরী অধিবেশন করার একদিন পর ওই মন্তব্য করেন পেসকভ। সিরিয়ান ও রুশ জেট জঙ্গী বিমান আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বঞ্চলে প্রচন্ড বোমা বর্ষণ করে।

XS
SM
MD
LG