অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার বিরোধি পক্ষিয় লড়াকূদের নতুন নেতৃত্ব অবস্থান নিয়ে হিলারি ক্লিনটনের মন্তব্য


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলছেন – আসছে সপ্তাহে সিরিয়ার বিরোধি পক্ষিয়দের নতুন সংলাপ , নতুন নেতৃত্বের উন্মেষ ঘটাবে যা কিনা দেশটিতে লড়ছেন যাঁরা , মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলেছেন যাঁরা , তাঁদেরই প্রতিনিধিত্ব করবে । ক্লিনটন বলেন – দোহার ঐ সংলাপে বিরোধী পক্ষের নতুন যে গঠন বিন্যাস রচিত হবে তাতে উল্লেখযোগ্য অবস্থানে বিরাজ করবে - যুক্তরাষ্ট্র এমনি সব নাম , এমনি সব সংগঠনের অন্তর্ভুক্তি সুপারিশ করছে । তিনি বলেন – দেশের বাইরে নির্বাসন জীবন যাপনকারি যাঁরা , প্রধানত: তাঁদের নিয়ে গঠিত সিরিয় জাতিয় পরিষদ এখন আর বিরোধী পক্ষিয়দের নেতা রূপে পরিগণিত হবেনা , তবে এ সংস্থা এখনো এতে ভুমিকা অবশ্যই রাখতে পারবে । বুধবার ক্রোয়েশিয়ার রাজধানিতে কথা প্রসঙ্গে ক্লিনটন বলেন – নতুন সংঘবদ্ধ সিরিয় বিরোধি পক্ষকে , বাশার আসাদের সরকারের বিরূদ্ধে পরিচালিত যে বিপ্লব ইসলামপন্থী উগ্রবাদীরা ছিনিয়ে নেবার চেষ্টা করছে , সে চেষ্টার বিরোধিতায় রূখে দাঁড়াতে হবে দ্যর্থহিনভাবে ।
সিরিয় মুক্তি যুদ্ধের লড়াকূদের এই নতুনতরো ভুমিকা নিয়ে আমরা কথা বলি নিউ ইয়র্কের প্রবাসী সাংবাদিক-ভাস্যকার-বিশ্লেষক সৈয়দ মোহাম্মদউল্লার সঙ্গে ।
please wait
Embed

No media source currently available

0:00 0:02:33 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG