অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া সরকার এবং বিরোধি প্রতিনিধিদল জেনিভা ইশতেহারকে,নিস্পত্তি আলোচনার বুনিয়াদ মানতে রাজি


সিরিয়া সরকার এবং জেনিভার শান্তি আলোচনায় যোগদানকারি বিরোধি পক্ষিয় প্রতিনিধিদল বলছে–২ হাজার ১২ সালের জেনিভা ইশতেহারকে, নিস্পত্তি আলোচনার বুনিয়াদ রূপে মানতে রাজি আছে তারা।
সিরিয়া বিরোধের অবসানকল্পে ঐ ইশতেহারে বেশ কয়েকটি পদক্ষেপ বিধৃত করা রয়েছে,যার মধ্যে একটি হলো অন্তবর্তি সরকার কায়েম।
সিরিয়ার রাষ্ট্র চালিত সানা’ বার্তা সংস্থা বলছে –আলোচনার শুরূ থেকেই সরকার ঐ ইশতেহারকে টেবিলে তোলার ব্যাপারে এবং পদক্ষেপগুলো নিয়ে একে একে আলোচনার ব্যাপারে তাঁরা পুরোপুরি প্রস্তুত বলে ঘোষনা দিয়েছেন।
বিরোধি পক্ষিয় মূখপাত্র লোয়ে আস সাফি বলেছেন–দু’ পক্ষই ঐ ইশতেহারকে আলোচনার ভিত্তি হিসেবে মানতে রাজি হয়েছে। এটা ঘটেছে আজ বুধবার – আলোচনার পঞ্চম দিনে । ইতিমধ্যে দু’পক্ষই জাতিসংঘ-আরব লীগ মধ্যস্থতাকারি লাঘদার ব্রাহিমীর সঙ্গে কথা বলে চলেছেন ।
আরেক ঘটনায়,পশ্চিমা বার্তা সংস্থাগুলো বলছে – সিরিয়া সরকার আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট গ্রুপগুলোর কাছ থেকে তেল ও গ্যাস কিনছে- সিরিয়ায় ঐসব তেল গ্যাসের কিছু কিছু সূত্র রয়েছে যেসব গ্রুপের কব্জায়।
XS
SM
MD
LG