অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার বিদ্রোহী নেতা নিহত হওয়ায় জিহাদীদের অপসারণ পরিকল্পনা কার্যকর করা বিলম্বিত করা হয়


Zahran Alloush
Zahran Alloush

পর্যবেক্ষক ও নিরাপত্তা সূত্রে বলা হয় জাতিসংঘের মধ্যস্থতায় এক পরিকল্পনার অধীনে যে হাজার হাজার জিহাদী যোদ্ধাকে সিরিয়ার অবরুদ্ধ রাজধানী থেকে অপসারণের কথা ছিল, তা বিলম্বিত করা হয়েছে। শুক্রবার সরকার বিরোধী এক বিদ্রোহী নেতার হত্যার পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বিদ্রোহী নেতা চরমপন্থীদের নিরাপদে যাওয়ার নিশ্চয়তা দিয়েছিলেন।

শনিবার সকালে দামেস্কের দক্ষিণাঞ্চল থেকে প্রায় ৪ হাজার যোদ্ধা ও তাদের পরিবারদের অপসারণ করার কথা ছিল। কিন্তু ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ গ্রুপ Syrian Observatory for Human Rights বলেছে দামেস্কের কাছে শুক্রবার এক বিমান হামলায় বিদ্রোহী নেতা জাহরান আলুশ নিহত হওয়ার পর ওই পরিকল্পনা কার্যকর বিলম্বিত হয়।

পর্যবেক্ষকরা বলেন চরমপন্থীদের দামেস্ক থেকে নিরাপদে চলে যাওয়ার নিশ্চয়তা দেওয়ার ব্যাপারে আলুশ প্রস্তুত ছিলেন। ৫ বছরের গৃহযুদ্ধ যা সিরিয়াকে বিধ্বস্ত করেছে তা অবসানের লক্ষ্যে জাতিসংঘ ওই পরিকল্পনা করে।

XS
SM
MD
LG