অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় বিস্ফোরণে নিহত অন্তত ৪০


সিরিয়ায় হাসপাতালের কর্মী এবং ত্রাণ কর্মীদের সুত্রে জানা গেছে তুর্কি সীমান্তের কাছে এক গাড়ি বোমা বিস্ফোরণে কম পক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছে।

সিরিয়ান অবজারভেটারি ফর হিউমান রাইটস বলেছে আলেপ্পো প্রদেশে বিদ্রোহী নিয়ন্ত্রিত আজাজ শহরের একটি ব্যস্ত বাজার এলাকায় আজ শনিবার এই বিষ্ফেরণটি ঘটে। অবজারভেটারি আরও বলেছে যে নিহতদের মধ্যে ছ জন বিরোধী যোদ্ধা ও ছিল।

সাধারণ ভিডিওতে দেখা গেছে যে ঐ বাজার এলাকা থেকে কালো ধোঁযার কুন্ডুলি পাকিয়ে উঠছে এবং বন্দুকের গুলির প্রচন্ড শব্দের মধ্যে মাটিতে মানুষের দেহ ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে ছিল। বিস্ফোরণে একটি সরকারি ভবন এবং আদালত ভবন নষ্ট হয়।

এই বিস্ফোরণের দায় তাৎক্ষণিক ভাবে কেউ স্বীকার করেনি। এটি এমন এক সময় ঘটলো যখন গোটা দেশে ভঙ্গুর অস্ত্র বিরতি চলছে।

XS
SM
MD
LG