অ্যাকসেসিবিলিটি লিংক

কোন অগ্রগতি ছাড়া সিরিয়া শান্তি আলোচনা শেষ হ’লো


Switzerland Syria Peace Talks
Switzerland Syria Peace Talks

সিরিয়া বিষয়ক প্রথম দফার শান্তি আলোচনা প্রধান প্রধান বিষয়গুলোতে খুব সামান্য অগ্রগতি ছাড়াই শুক্রবার শেষ হয়েছে ।

জেনিভায় অনুষ্টিত সাত দিনব্যাপী আলোচনার শেষ দিনে দুপক্ষই আবার আলোচনায় বসতে রাজী হয়েছে।

জাতিসংঘের মধ্যস্ততাকারী লাখদার ব্রাহিমী বলেন, তিনি আশা করছেন যে পরবর্তী আলোচনা আর বাস্তবধর্মী হবে তবে এবারের বৈঠক ছিল শান্তি আলোচনার সূচনামাত্র।

এই দীর্ঘ প্রতিক্ষিত শান্তি আলোচনায় দু’পক্ষই গুরুত্বহীন বিষয় যেমন আলোচানার বিষয় বস্তু নির্ধারণ করা নিয়ে বিতর্কে জড়িয়ে পরে।

সিরিয়া গৃহযুদ্ধে অত্যন্ত ক্ষতিগ্রস্থ অঞ্চলে ত্রাণবহর ঢুকতে দেয়ার বিষয়টিতেও খুব সামান্যই অগ্রগতি হয়েছে। মনে করা হয়েছিল এই বিষয়ে দু’পক্ষ একটা অভিন্ন অবস্থানে আসতে পারবে।

জাতিসংঘ দূত লাখদার ব্রাহিমি বলেন, বিদ্রোহীদের কাছ থেকে পূনরায় দখলকৃত হোমস শহরে ত্রাণ সরবরাহ না করতে পারাটা খুবই হতাশা ব্যাঞ্জক কারন সেখানে অনেকেই অনাহারে দিন যাপন রয়েছেন।

সিরিয়ায় ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া আন্দোলন এবং পরবর্তীতে গৃহযুদ্ধে ১ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।
XS
SM
MD
LG