অ্যাকসেসিবিলিটি লিংক

সিরীয় সৈন্যরা দেশ জুড়েই বোমা বর্ষণ করে যাচ্ছে


সিরিয়ার একটি পর্যবেক্ষণ গোষ্ঠি বলছে যে সরকারী বাহিনী দেশজুড়ে বিভিন্ন জায়গায় বোমা বর্ষণ করছে।

The Syrian Observatory for Human Rights আজ জানিয়েছে যে রাজধানী দামেস্ক এবং হমস ও দেই ইজোর প্রদেশে সরকার বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে। পর্যবেক্ষক গোষ্ঠিটি বলছে যে দামেস্ক এর মাজাহ এলাকায় রকেট এবং ভারি যানবাহনের শব্দ শোনা গেছে।

সরকারী এবং বিদ্রোহী বাহিনীর মধ্যে সংঘাতের খবর আসছে আলেপ্পো প্রদেশ থেকেও । এ দিকে বিদ্রোহী সৈন্যরা আজ জানিয়েছে যে আলেপ্পোর উত্তরে আল সালাম সীমান্ত পারপার তারা দখল করে নিয়েছে। এর আগে তারা তুরস্ক সীমান্তবর্তী এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে।

তুরস্ক সিরিয়া থেকে পালিয়ে আসা ৪৩ হাজার শরনার্থির নাম নিবন্ধন করিয়েছে তবে মনে করা হচ্ছে যে এই গণনার বাইরেও আরও অনেকেই তুরস্কে প্রবেশ করেছে।

জাতিসংঘ জানিয়েছে যে গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত আনুমানিক ৩০ হাজার সিরীয় নাগরিক লেবাননে গেছে। ইরাক কর্তৃপক্ষ বলছে যে বিমানে করে প্রায় এক হাজার লোক ইরাকে পৌছেছে এবং স্থলপথে আরও হাজার হাজার লোক সিরিয়ায় ক্রমবর্ধমান সহিংসতা থেকে রক্ষা পেতে পালিয়ে যাচেছ।
XS
SM
MD
LG