অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার সেনাদের ইয়াবরুদ শহর দখল


সিরিয়ার সেনারা লেবাননের সীমান্তের কাছে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি গুরুত্বপূর্ণ শহর দখল করেছে।

রাষ্ট্রীয় বার্তা মাধ্যম এবং সক্রিয়কর্মীরা বলছে সিরিয়ার সেনারা রোববার ইয়াবরুদ শহরের নিয়ন্ত্রণ নেয়। ইয়াবরুদ হচ্ছে কালামুন অঞ্চলে বিদ্রোহীদের সব শেষ শক্তঘাঁটি। সীমান্তের ওপার থেকে বিদ্রোহীদের সরবরাহ পথ বিচ্ছিন্ন করার লক্ষ্যে, সরকার, কালামুন অঞ্চলে ব্যাপক আক্রমণ অভিযান চালাচ্ছিল।

রাষ্ট্রীয় বার্তা মাধ্যমে আরও বলা হয়েছে সিরিয়ার সামরিক বাহিনী ইয়াবরুদে তল্লাশি চালাচ্ছে এবং বিদ্রোহীরা যে সব বোমা পেতে রেখেছে তা অপসারন করছে।

সিরিয়ার সেনাবাহিনীর এক মুখপাত্র রোববার ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, ইয়াবরুদ দখল করার ফলে, প্রতিবেশী লেবানন থেকে বিদ্রোহীদের যে সরবরাহ আসছিল সরকার তা বন্ধ করতে পারল।

অবশ্য এক বিদ্রোহী যোদ্ধা অ্যা্রাবিয়া টেলিভিশনকে বলেছেন, শহরের কেন্দ্র থেকে পিছু হটার পর ইয়াবরুদের কয়েকটি স্থানে এখনও বিদ্রোহীদের শক্ত ঘাঁটি রয়েছে। তিনি আরও বলেছেন, সিরিয়ার সেনাবাহিনী বেশ কয়েকদিন ধরে বিদ্রোহীদের অবস্থানের ওপর হামলা চালিয়েছে।
XS
SM
MD
LG