অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় সহিংসতা বন্ধে কোফি আনানের প্রস্তাবে সিরিয়া সাড়া দেবে , কোফি আনানের আশা ।


জাতিসংঘের সাবেক প্রধান কোফি আনান বলছেন- বিক্ষুদ্ধ মানুষজনের ওপর চলতি অবদমন থেকে উদ্ভুত সিরিয়ার অসন্তোষ নিরসন কল্পে তাঁর উত্থাপিত প্রস্তাব বিষয়ে সিরিয়া সরকার একটা জবাব দেবে বলেই আশা করছেন তিনি ।

আনান এখন , কাজ করছেন , জাতিসংঘ-আরব লীগের বিশেষ দূত হিসেবে , সিরিয়া বিষয়ে – এ মন্তব্য তিনি করেন তুরস্কে , সিরিয়ার বাইরে সিরিয়ার প্রধান বিরোধি পক্ষিয় গোষ্ঠি সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের সদস্যের সঙ্গে বৈঠকে মিলিত হবার পর । আনান দামেস্ক ত্যাগ করেন রবিবারে – সেখানে দু’দিনের আলাপ আলোচনায় কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া ব্যতিরেকেই ।

ইতিমধ্যে , প্রেসিডেন্ট বাশার আল আসাদ সাত মে’ সংসদীয় নির্বাচনের দিন ধার্য্য করেছেন বলে সিরিয়ায় প্রকাশিত খবরাখবরে বলা হচ্ছে । ফেব্রূয়ারীর গণভোটে অনুমোদিত নতুন সংবিধানের ভিত্তিতে যে বেশ কিছু সংস্কারের কথা সরকার বলছে , এ নির্বাচন সেই তারই অংশ ।

ইতিমধ্যে , বৃটিশ পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হেইগ বলেছেন – নিরাপত্তা পরিষদ , সিরিয় জনগনের প্রতি তার দায় দায়িত্ব পূরনে ব্যর্থ হয়েছে এবং এখনকার চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক সমাজের ঐকমত্য রয়েছে এমোন যায়গাগুলো নিয়ে আরো কাজ করা ।

জাতিসংঘ কর্মকর্তাদের আনুমানিক হিসেব মোতাবেক সিরিয়ায় এক বছরের সহিংসতায় সাড়ে সাত হাজার মানুষ প্রান হারিয়েছে ।

XS
SM
MD
LG