অ্যাকসেসিবিলিটি লিংক

যোগ্য প্রতিদ্বন্দ্বী ছাড়াই আসাদের নির্বাচন


সিরিয়ার জনগণ মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছে এবং মনে করা হচ্ছে এই নির্বাচনে প্রেসিডেনট্ট বাশার আল আসাদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নতুন সাত বছরের মেয়াদের জন্যে নির্বাচিত হবেন। তবে সেখানে গোটা দেশ জুড়ে প্রাণনাশী গৃহযুদ্ধ অব্যাহত রয়েছে।

সিরিয়ার রাষ্ট্র পরিচালিত টেলিভিশনে দেখা গেছে যে ভোটদানের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আসাদ সমর্থকরা পাতাকা নাড়িয়ে এবং আসাদের ছবি নিয়ে তাঁর প্রতি সমর্থন জানাচ্ছে। সে দেশের কেবলমাত্র সরকার নিয়ন্ত্রিত অঞ্চলেই ভোট গ্রহণ চলছে।

সিরিয়ার বিরোধী গোষ্ঠি এবং তাদের পশ্চিমি মিত্ররা এই নির্বাচনের নিন্দে করেছেন যাতে মি আসাদ , সরকার অনুমোদিত দু জন স্বল্প পরিচিত প্রার্থির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রী ম্যারি হারফ এই নির্বাচনকে লজ্জাজনক বলে অভিহিত করে বলেন যে প্রেসিডেন্ট আসাদের বিশ্বাসযোগ্যতা গতকালের তূলনায় আজ একটু বাড়েনি। তবে সিরীয় প্রধানমন্ত্রী ওয়াইল আল হাল্কি বলেন যে মঙ্গলবারের এই নির্বাচন দেশটিকে পুনরুদ্ধারের পথে নিয়ে যাবে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে যে দেড়কোটির ও বেশি লোক ভোটদাতা হিসেবে যোগ্য।
XS
SM
MD
LG