অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে তালিবানের সংশয় প্রকাশ


আফগানিস্তানের তালিবান , কাবুল সরকারের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছে।

আজ ভয়েস অফ আমেরিকাকে পশতু ভাষায় দেওয়া এক বিবৃতিতে তালিবান বলেছে যে কাবুল সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেওয়ার ব্যাপারে তাদের নের্তৃত্ব এখনও কোন সিদ্ধান্ত নেয়নি কারণ তারা মনে করে যে সেখান থেকে সব বিদেশী সৈন্য সরে না যাওয়া , বিদ্রোহী নেতাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা এবং তালিবান বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত এ ধরণের কোন প্রচেষ্টাই সফল হবে না।

ঐ বিবৃতিতে বলা হয় আফগানিস্তানে যুক্তরাষ্টের রাত্রীকালীন অভিযান অব্যাহত রয়েছে। এতে আরও বলা হয় যে যুদ্ধক্ষেত্রে নতুন আমেরিকান সৈন্যরা যোগ দিয়েছে এবং আফগান বাহিনীও তাদের তৎপরতা জোরদার করেছে। তারা বলে যে এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোন ধরণের শান্তি আলোচনা অর্থহীন। তালিবানের এই বিবৃতি শিগগিরই শান্তি আলোচনা শুরুর আশা ভেঙ্গে দিয়েছে।

XS
SM
MD
LG