অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালিবানের হাতে ১৭ জন অপহৃত


আফগানিস্তানে আঞ্চলিক কর্মকর্তারা বলছেন যে বুধবার রাতে দেশের উত্তরাঞ্চলে তালিবান অন্তত ১৭ জন যাত্রীকে অপহরণ করেছে।

উত্তরের সারে পুল প্রদেশের গভর্ণর জাবিউল্লাহ আমানির মুখপাত্র বলেন যে বালখাব জেলার স্থানীয় বাশিন্দা , এই সব যাত্রী প্রাদেশিক রাজধানীতে যাবার সময়ে তালিবান তাদের অপহরণ করে। তিনি বলেন স্থানীয় উপজাতীয় নেতারা তাদের মুক্তির জন্য আলাপ আলোচনা করছেন।

এটি হচ্ছে আফগান তালিবানদের দ্বারা দ্বিতীয় গণ অপহরণের ঘটনা। উত্তরের কুন্দুজ প্রদেশে একটি মহাসড়কে বিদ্রোহীরা অবৈধ তল্লাশি চৌকি বসিয়ে এ সপ্তার গোড়ার দিকে প্রায় ২০০ জন যাত্রীকে অপহরণ করে। পরে তারা কিছু যাত্রীকে মুক্তি দেয় তবে ১৭ জনকে হত্যাো করে।

এদিকে কুন্দুজে এই অপহরণ এবং হত্যার বিরুদ্ধে আজ কাবুলে শত শত লোক বিক্ষোভের জন্য সমবেত হয়। এই প্রতিবাদ বিক্ষোভটির আয়োজন করে সাবেক গোয়েন্দা প্রধান আমরুল্লাহ সালেহ’র নেতৃত্বাধীন আফগানিস্তান গ্রীন ট্রেন্ড পার্টি। বিক্ষোভকারীরা তালিবান বিরোধী শ্লোগান দেয়।

XS
SM
MD
LG