অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে,আফগানিস্তানে তালেবানদের সঙ্গে সরকারের আলোচনা প্রসঙ্গ



পাকিস্তান সরকার ও পাকিস্তানী তালেবানদের মধ্যেকার প্রারম্ভিক শান্তি আলোচনা বাতিল হয়ে গিয়েছে ।আলোচনা হবার কথা ছিলো মঙ্গলবার থেকে,ইসলামাবাদে,সংলাপের একটা পরিকল্পনা-সূচী প্রনয়ণের লক্ষ নিয়ে।বৈঠককে,প্রারম্ভিক হিসেবে আখ্যায়িত করা হয়,বর্তমানে তালেবান নিয়ন্ত্রণাধীন উপযাতিয় এলাকাগুলোকে নিয়ে যে বিরোধ তার নিস্পত্তি লক্ষ যার।তালেবান বিদ্রোহের দশক স্থায়ি সময়কালে হাজার হাজার প্রাণ বিনাশ হয়েছে।তালেবানরা জোর দিয়েই চলেছে কট্রর শরিয়া আইন বিষয়ে- সরকার ওদিকে,গণতান্ত্রিক স্বাধীনতার আবশ্যকতার কথা বলছে।অতীতে, তালেবানদের ব্যাপারে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার কমজোর অবস্থান নেয়- এ অভিযোগ রয়েছে সমালোচকদের।
ঐ মূখপাত্র বলেন-কারযাই প্রশাসনের সঙ্গে কথা বলা সময়ের অপচয় মাত্র, কারণ,তাদেরতো কোনো কতৃত্বই নেই,দেশ তো রয়েছে বিদেশিদের দখলে।

দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের খবরে নামোল্লেখ ব্যতিরেকে কর্মকর্তাদের যেসব বক্তব্য উদ্ধৃত করেছে তাতে বলা হয়- কথাবার্তা শুরূ হয় নভেম্বরে,তবে উল্লেখ করার মতো ফললাভ তাতে হয়নি-আলোচনার প্রারম্ভিকতা ভিন্ন অগ্রগতিও কিছু হয়নি তাতে।

আফগানিস্তানের তালেবানরা, আফগান সরকারের সঙ্গে তাদের কথাবার্তা চলছে,এ খবরের যাথার্থ অস্বীকার করেছে।
দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার খবরে বলা হয় – প্রেসিডেন্ট হামিদ কারযাই, গোপনে,যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা ছাড়াই,তালেবানদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
ভয়েস অফ এ্যামেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে,তালেবান মূখপাত্র যাবিউল্লা মুজাহীদ সরকারের সঙ্গে তাঁদের দেখা হওয়ার কথা অস্বীকার করেছেন – বলেন, এহেন বক্তব্যের কোনো ভিত্তি নেই,আফগান সরকার এসব বানিয়ে বানিয়ে বলছে ।
ঐ মূখপাত্র বলেন-কারযাই প্রশাসনের সঙ্গে কথা বলা সময়ের অপচয় মাত্র, কারণ,তাদেরতো কোনো কতৃত্বই নেই,দেশ তো রয়েছে বিদেশিদের দখলে।

দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের খবরে নামোল্লেখ ব্যতিরেকে কর্মকর্তাদের যেসব বক্তব্য উদ্ধৃত করেছে তাতে বলা হয়- কথাবার্তা শুরূ হয় নভেম্বরে,তবে উল্লেখ করার মতো ফললাভ তাতে হয়নি-আলোচনার প্রারম্ভিকতা ভিন্ন অগ্রগতিও কিছু হয়নি তাতে।
XS
SM
MD
LG