অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান নের্তৃত্ব নিয়ে বিভাজনের নিস্পত্তি হয়েছে বলে তালিবানের শীর্ষ সদস্যরা দাবি করছেন


তালিবানের শীর্ষ সদস্যরা ঘোষণা করেছেন যে মোল্লা ওমরের মৃত্যুর পর নের্তৃত্বের ব্যাপারে সম্ভাব্য বিভাজনের একটা নিস্পত্তি হয়েছে । পূর্বে বিভক্ত উপদলগুলো মঙ্গলবার দলের নতুন নেতা মোল্লা আখতার মনসুরের প্রতি তাদের আনুগত্য ঘোষণা করে।

আফগানিস্তান ও পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ প্রতিনিধি বলছেন যে তিনি এ ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী যে তালিবান ও কাবুল সরকারের মধ্যে শান্তি আলোচনা শিগগিরই শুরু হবে।

পশতু ভাষায় দেওয়া এক বিবৃতিতে , তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন যে গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা এবং বয়োজ্যেষ্ঠদের এক বৈঠকে মনসুরের নের্তৃত্বে একত্রিত হবার ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। মোল্লা ওমরের বড় ছেলে মোহাম্মদ ইয়াকুব এবং তাঁর ভাই মোল্লা আব্দুল মান্নান যারা ঐ সমাবেশে উপস্থিত ছিলেন , মনসুরের প্রতি তাদের পুর্ণ সমর্থন প্রকাশ করেন। মঙ্গলবারের এই ঘটনা মনসুরের কর্তৃত্বের সমন্বয়ের দিকে একটি বড় রকমের পদক্ষেপ এবং এর ফলে তালিবান সদস্যদের মধ্যে অন্তর্কলহ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অবসান ঘটতে পারে।

XS
SM
MD
LG