অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে তুরষ্ক দূতাবাসের গাড়ি বহরে আক্রমণ, দু'জন নিহত


আফগা্নিস্তানের রাজধানী কাবুলে, তুরষ্ক দুতাবাসের গাড়ি বহরের কাছে বিস্ফোরক ভর্তি একটি আত্মঘাটি গাড়ি বিস্ফোরিত হয়। বৃহষ্পতিবার সকালে ঐ হামলায় অন্তত দুজন নিহত হয়েছে।

কাবুলের পুলিশ বিভাগের এক মুখপাত্র ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে যে হামলায় একজন তুরষ্কের নাগরিক নিহত হয়েছেন। কাবুলের মধ্যাঞ্চলে অবস্থিত তুরষ্ক মিশনের ঠিক বাইরে বিষ্ফোরণটি ঘটে, যা আফগান প্রেসিডেণ্ট প্রসাদের খুব কাছেই অবস্থিত।

আফগানিস্তানের ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী আইয়ুব সালাংগী সাংবাদিকদের বলেন, ঐ আক্রমণের লক্ষ্য ছিল তুরষ্ক দূতাবাসের গাড়ি।

তুরষ্কের সামরিক বাহিনী বলছে, তুরষ্কের দূত ইসমাইল আরামাযের নিরাপত্তা দলকে যে গাড়িতে নিয়ে যাচ্ছিল সেই গাড়িটি।

তালিবান ঐ হামলার দায়িত্ব স্বিকার করে বলেছে তাদের উদ্দেশ্য ছিল আমেরিকার সেনাদের গাড়ি বহরের ওপরে আক্রমণ করা

XS
SM
MD
LG