অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান সংসদে তালেবানের হামলা


২২ জুন আফগান সংসদে তালেবানের হামলার সময় ছুটছেন একজন নিরাপত্তা কর্মী। গোলাগুলি ও বিস্ফোরণ সংসদে ভবন কাঁপিয়ে তোলে।
২২ জুন আফগান সংসদে তালেবানের হামলার সময় ছুটছেন একজন নিরাপত্তা কর্মী। গোলাগুলি ও বিস্ফোরণ সংসদে ভবন কাঁপিয়ে তোলে।

ভারী অস্ত্রে সজ্জিত তালেবান চরমপন্থীরা সোমবার আফগানিস্তানের সংসদকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায়। সংসদ ভবনের বাইরে বিস্ফোরণ হয় এবং গুলি চালনা হয়। সেই সময় ভেতরে আইনপ্রণেতারা ছিলেন।

আক্রমণের শুরুতেই প্রধান গেটে বিশাল একটা বিস্ফোরণ ঘটে। এরপর যে সব বিস্ফোরণ ঘটে তাতে কাবুলে ওই ভবনে ধুয়ো উঠতে দেখা যায়। ভবনের ভেতরও ধুয়োয় ভরে যায় এবং আইন প্রণেতারা আতঙ্কিত হয়ে বেরিয়ে যান।

আফগান মন্ত্রনালয়ের এক মুখপাত্র সাদিক সিদ্দিকী বলেছেন ৭জন তালেবান বন্দুকধারী হামলায় অংশ নেয়। তাদের শরীরে বিস্ফোরক বাধা ছিল। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের সকলকে হত্যা করে এবং প্রায় দু ঘন্টা ধরে চলা অবরোধের অবসান ঘটায়।

আইনপ্রণেতাদের কেউ আহত হননি।

XS
SM
MD
LG