অ্যাকসেসিবিলিটি লিংক

ইংরেজি শেখার অনুষ্ঠান Talk 2 US: ২৫ তম পর্ব


আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk 2 US ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : আজকের Talk 2 US একটু ভিন্ন ধরণের ... ।
শতরূপা : আজ থেকে আমরা adjective মানে ইংরেজি বিশেষণ সম্পর্কে আলোচনা করবো।
আনিস : আচ্ছা শতরূপা , গোড়াতেই বলোতো adjective ‘এর সংজ্ঞাটা কি হবে ? কি ভাবে ইংরেজিতে বর্ণনা করবে adjective কে ?
শতরূপা : আমার মনে হয় adjective এর একটা সহজ সংজ্ঞা হচ্ছে Adjectives are words that describe or modify another person or thing in the sentence.
আনিস : আরও সহজ করে বললে বলতে হবে যে Adjective সেই শব্দ বা সেই সব শব্দ যা সাধারণত Noun কে বর্ণনা করে।
শতরূপা : মানে Noun এর দোষ , গুণ , রূপ – এসব তুলে ধরে।
আনিস : এই Adjective ই আমাদের যেন শিল্পি হতে শেখায় , আমরা সুরের দোষগুণ , চিত্রকলার রং এসব বর্ণনা করতে পারি । এ পর্যায়ে দু একটা উদাহরণ দেবে শতরূপা ?

শতরূপা : হ্যাঁ নিশ্চয়ই, যেমন Beautiful painting Loud Music এ রকম বর্ননা মনে হয়।

আনিস : বাঃ চমৎকার
শতরূপা : এই যে আপনি এখন বললেন চমৎকার । এখানেতো চমৎকার মনে হয় Adjective
আনিস : একদম ঠিক বলেছো। বাংলায় যাকে বিশেষণ বলে চমৎকার শব্দটা সেটাই। ইংরেজি করলে কি বলতাম , বলোতো
শতরূপা : Wonderful কিংবা Excellent এ রকম কিছু একটা ।
আনিস : হ্যাঁ ঠিক বলেছো অনেক সময়ে একটা Adjective বিভিন্ন noun কে describe করতে পারে । এ রকম সহজ দু একটা example দাও তো শতরূপা ।
শতরূপা : যেমন , good food , good man , good movie , good exam
আনিস : অত্যন্ত যুৎসই দৃষ্টান্ত। আচ্ছা এবার সহজ কয়েকটা Adjective দিয়ে complete sentence তৈরি করো তো :
শতরূপা : He is a good boy ; He is a nice man , She has an expensive car , I got cheap tickets .
আনিস : বাঃ অনেকগুলো উপযুক্ত বাক্য ব্যবহার করেছো । একটা জিনিষ কি লক্ষ্য করেছো ?
শতরূপা : কি জিনিষ ?
আনিস : প্রত্যেকটা sentence এ noun ‘এর আগে adjective ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে noun কে describe করা হচ্ছে , ঠিক তার আগেই এই Adjective বসেছে।
শতরূপা : সেটাই তো স্বাভাবিক , তাই না ?
আনিস : হ্যাঁ কিন্তু শতরূপা তুমি তো জানো যে Adjective অনেক সময়ে sentence এর শেষে ও বসে। তোমার বলা বাক্যগুলো আমি আবার বলছি , তুমি এবার Adjective টা বাক্যের শেষে বসাও ।
আনিস : He is a good boy
শতরূপা : The boy is very good

আনিস : He is a nice man
শতরূপা: The man is nice.
আনিস : She has an expensive car
শতরূপা:Her car is expensive .
আনিস : I got cheap tickets .
শতরূপা: The tickets that I got were cheap
আনিস : তোমার প্রত্যেকটা sentence ই ঠিক হয়েছে। এখানে শ্রোতা/ দর্শকরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে Noun এবং Adjective কে separate করেছে এক ধরণের verb be .
শতরূপা : হ্যাঁ যেমন is, কিংবা were.
আনিস : এগুলো Auxiliary Verbs এরই অংশ। এ গুলোর example হচ্ছে am, are, is, was, were, being. আরেকটা কথা বলা দরকার এখানে , একটি বাক্যে একের বেশি Adjective থাকতে পারে এবং সে ক্ষেত্রে Adjective গুলোর মাঝখানে and যোগ করা হয়।
শতরূপা : যেমন ?
আনিস : যেমন , The man is nice and smart . এবার এরকম আরও কয়েকটি বাক্য তৈরি করোতো ।
শতরূপা : Her car is big and expensive
আনিস : মানে হচ্ছে , তার গাড়িটা বড় ও দামি। পরের বাক্য?
শতরূপা : The boy is good and intelligent
আনিস : মানে ছেলেটি ভালো ও বুদ্ধিমান ।
শতরূপা: The food is good and tasty।
আনিস : খাওয়াটা ভালো এবং সুস্বাদু । তা হলে আমরা লক্ষ্য করছি যে Adjective গুলো নানান ভাবে ব্যবহার করা যেতে পারে, যে Noun কে qualify করছে , তার আগে কিংবা পরে , এবং একই ধরণের adjective হলে , সেটি and দিয়ে যোগ করা হয়। এসব বিষয় নিয়ে আরও কিছু শেখার কথা আগামি অনুষ্ঠানে । মনে আছেতো শ্রোতাদের যে আমাদের ইংরেজি শেখার এই অনুষ্ঠান Talk2US এর ভিডিও সংস্করণও আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব সাইটে
শতরূপা : আমাদের ওয়েব সাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com
আনিস তা হলে Talk 2 Us ‘এর এই সঙ্কলন থেকে ওঠার আগে
শতরূপা : আমি , শতরূপা বড়ুয়া
আনিস : এবং আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
please wait
Embed

No media source currently available

0:00 0:04:38 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG