অ্যাকসেসিবিলিটি লিংক

Talk 2 US: ৩১ তম পর্ব


Talk 2 US: ৩১ তম পর্ব

ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech ‘এর কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । এই অনুষ্ঠানে বিশেষণ বা adjective এর প্রকার ভেদের উপর আলোকপাত করা হয়েছে ।

আনিস : ইংরেজি শেখার এই অনুষ্ঠান Talk2US ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:

শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।

আনিস : মনে আছেতো যে গত অনুষ্ঠানে আমরা ing যুক্ত adjective বা Present Participle Adjective নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম ?

শতরূপা : হ্যাঁ , আমরা গত অনুষ্ঠানে এ ধরণের বেশ কিছু adjective ‘এর ব্যবহার শিখেছিলাম ।

আনিস : যেমন ?

শতরূপা : যেমন , surprising, caring, boring , confusing, terrifying, ইত্যাদি । তবে আপনি বলেছিলেন Past Participle Adjective নিয়ে আমরা কথা বলবো। আসলে এই Past Participle Adjective এর ব্যাপারটাই আমার কাছে ঠিক পরিস্কার নয়।

আনিস : এর form টা হচ্ছে আসলে Past Tense বা Past Participle এর মতোই কিন্তু ব্যবহারটা হচ্ছে adjective হিসেবে।

শতরূপা : যেমন ?

আনিস : যেমন ধরো closed door, broken glass, hidden agenda , wounded person , written document , spoken English এ রকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে যেখানে এই সব verb আসলে adjective হিসেবেই বাক্যে কাজ করছে।

শতরূপা : ঠিকই বলেছেন । ঐ ভাবে তো লক্ষ্য করিনি । এগুলোকে আসলে বলেই মনে হয়েছে।

আনিস: আসলে কি জানো শতরূপা, কোন শব্দ ঠিক কোন Part of Speech তাত্বিক ভাবে সেটা জানবার চেয়ে ও বড় কথা হলো এ ধরণের adjective ‘এর সঠিক ব্যবহার ।

শতরূপা : তা অবশ্য ঠিক ।

আনিস : এবার তা হলে , আমি শব্দগুলো বলছি , তুমি বাক্য তৈরি করো। প্রথমটি হলো closed door.

শতরূপা : They held a closed door meeting .

আনিস : একদম ঠিক বলেছো । এবারের শব্দযুগল হলো broken glass,

শতরূপা: Throw away the broken glass into the trash can .

আনিস : এটা বেশ একটা উল্লেখযোগ্য বাক্য বলেছো তুমি । তুমি এখানে আরেকটি adjective যুক্ত Noun ব্যবহার করেছো । কোনটা জানো ?

শতরপা : trash can ?

আনিস : হ্যাঁ , trash can. লক্ষ্য করেছো হয়ত যে আলাদা করে দেখলে এখানে trash এবং can দুটোই Noun. কিন্তু যেহেতু can Noun কে trash qualify করছে , তাই এখানে Trash adjective . তবে এ সম্পর্কে একটু পরেই বলছি তবে এখন আবার ফিরে যাচ্ছি আজকের বিষয়ে। এবারের যুগল শব্দ hidden agenda. এই শব্দ দিয়ে একটা বাক্য বলতো।

শতরূপা : He is suspicious of any hidden agenda behind this meeting.

আনিস : চমৎকার বলেছো। এবারের শব্দগুচ্ছ হচ্ছে spoken English

শতরূপা : Although his Grammar is good, he is not good at spoken English.

আনিস : খুবই ভালো sentence হয়েছে। এ ধরণের অনেক example রয়েছে। সবতো আর এই সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব নয় । তবে শ্রোতারা নিশ্চয়ই এ ধরণের আরও adjective practice করবেন।

শতরূপা: আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন Noun এর Adjective হিসেবে ব্যবহারের বিষয়টি।

আনিস : হ্যাঁ শতরূপা । এখন ঠিক সেটাই বলতে যাচ্ছিলাম । একটা example নিয়েতো একটু আগেই আমরা কথা বলেছি, সেটা হলো trash can . এরকম আরও কিছু যুগল শব্দ বলো এবং sentence তৈরি করো

শতরূপা : Picture Frame

আনিস : বাঃ চমৎকার বলেছো। এবার একটা sentence ?

শতরূপা : She chose a very nice picture frame for the art that she bought .

আনিস : একদম ঠিক বলেছো। এবার আরেক জোড়া শব্দ এবং বাক্য ?

শতরূপা : Lunch box ; Every day he brings a lunch box to his office.

আনিস : পরের টা

শতরূপা : Key Ring; He lost his key ring.

আনিস : এর পর ?

শতরূপা : jewelry box ; A burgler broke into their house and took the jewelry box away.

আনিস : এ রকম কিন্তু অসংখ্য শব্দ আছে যেমন ধরো a can opener, a CD Player, a hair Dryer, a pencil sharpener , a fire extinguisher. তবে অনুষ্ঠান থেকে ওঠার আগে আরও এক ধরণের adjective প্রসঙ্গ।

শতরূপা : সেটা কি রকম ?

আনিস : যখন একাধিক শব্দ adjective হিসেবে ব্যবহার করা হয় , তখন তাকে compound adjective বলা হয়।

শতরূপা: যেমন ?

আনিস : যেমন , a five -year plan; a three-year warranty; a ten-minute discussion; এ রকম আরও কয়েকটি শব্দগুচ্ছ বলোতো

শতরূপা : a two-week vacation; a two-year contract; an all day meeting

আনিস : বাঃ । এবারতো ওঠার সময় হয়ে এলো

শতরূপা: তবে তার আগে জানিয়ে রাখি যে Talk2US এর ভিডিও সংস্করণ আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব সাইটে । আমাদের ওয়েব সাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com

আনিস: তা হলে Talk2US ‘এর এই সঙ্কলন থেকে ওঠার আগে

শতরূপা : আমি , শতরূপা বড়ুয়া

আনিস : আর আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।

please wait

No media source currently available

0:00 0:04:34 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG