অ্যাকসেসিবিলিটি লিংক

Talk 2 US: ৩৩ তম পর্ব


Talk 2 US: ৩৩ তম পর্ব
Talk 2 US: ৩৩ তম পর্ব

ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech ‘এর কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । এই অনুষ্ঠানে বিশেষণ বা adjective এর প্রকার ভেদের উপর আলোকপাত করা হয়েছে ।

আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk2US ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি , আমি আনিস আহমেদ আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:

শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।

আনিস : মনে আছে হয়ত গত সপ্তায় আমরা কথা বলেছিলাম এমন সব adjective নিয়ে যা কোন ব্যক্তিকে describe করে। মনে আছে তো শতরূপা সেগুলো ?

শতরূপা : হ্যাঁ যেমন, happy, busy, naughty, quiet এ রকম।

আনিস : আজকে আমরা এমন কয়েকটি adjective নিয়ে আলোচনা করবো যা কোন বস্তু কিংবা কাজকে describe করে ।

শতরূপা : যেমন ?

আনিস : Delicious , মানে সুস্বাদু।

শতরূপা : তা হলে এ রকম বাক্য বলা যেতে পারে , The food at the restaurant was very delicious.

আনিস : একদম ঠিক বলেছো । এবার এই ধরণের adjective সহ একটি বাক্য রচনা করো তো।

শতরূপা : He did an excellent work.

আনিস : এবারের শব্দটি হলো special . বাক্য রচনা করো

শতরূপা : I got a special gift on my birthday.

আনিস : বাঃ । এবারের শব্দ Cozy মানে আরামদায়ক।

শতরূপা : This place is very cozy

আনিস : Terrible

শতরূপা : There was a terrible accident on the Highway.

আনিস : favorite

শতরূপা : This is my favorite pen.

আনিস : Unimportant

শতরূপা : We should not keep ourselves busy in an unimportant work.

আনিস: এ রকম অনেক Adjective আছে , যার সব ক’টি নিয়ে বোধ হয় আলোচনার অবকাশ নেই আমাদের সীমিত পরিসরের এই অনুষ্ঠানে। তবে আজকে আরেকটি বিষয়ে আলোকপাত করতে চাই , আর সেটা হলো তূলনামূলক adjective

শতরূপা : মানে যাকে ইংরেজিতে Comparative Adjective বলে , তাইতো ?

আনিস : হ্যাঁ এটা তো জানোই শতরূপা যে কোন দুটি Noun এর দোষ, গুণ বা বৈশিষ্টের মধ্যে তুলনা করার জন্যে adjective এর এই Comparative form ব্যবহার করা হয়।

শতরূপা : হ্যাঁ , যেমন, যদি বলি She is taller than her sister তা হলে দুই বোনের উচ্চতা নিয়ে একটা তূলনা করা হয়।

আনিস : অত্যন্ত ভালো একটা উদাহরণ দিয়েছো। তা হলে এসো এ ধরণের আরও কয়েকটা Adjective প্র্যাক্টিস করা যাক। আমি Adjective টা বলবো , তুমি এর Comparative form বলবে এবং সেটি ব্যবহার করে একটা বাক্য বলবে। তা হলে শোনো প্রথম শব্দ : Fast

শতরূপা : Faster. He is faster than other other runner.

আনিস : Cold

শতরূপা : It is colder in the north than in the south.

আনিস : Cheap

শতরূপা : Cheaper . These tickets are cheaper than those.

আনিস : লক্ষ্য করার বিষয় , এখানে Comparative Adjective ‘এ er যোগ করা হয়েছে। এ রকম আরও কিছু Comparative Adjective ‘এর উদাহরণ দাও তো শতরূপা ।

শতরূপা : যেমন , long, fresh, high, clean , dark , old , new , ইত্যাদি।

আনিস : হ্যাঁ ঠিক বলেছো। এবং এই তালিকা আরও বাড়ানো যায়।

শতরূপা : তা হলে কি শুধু er যোগ করেই Comparative Adjective ‘তৈরি করা যায়।

আনিস : নাহ । অন্যান্য নিয়ম ও আছে । যেমন ধরো যে সব Adjective ‘এর শেষে e রয়েছে, সেগুলোর সঙ্গে তো er যোগ করার দরকার নেই। শুধু r যোগ করলেই হলো।

শতরূপা : যেমন ?

আনিস : যেমন ধরো White , এই Adjectiveকে Comparative করতে হলে শুধু r যোগ করতে হবে। এবার practice করা যাক এ রকম কয়েকটি Adjective নিয়ে । প্রথমটি wide

শতরূপা : wider : This road is wider than the other one.

আনিস : nice

শতরূপা: This is a nicer picture .

আনিস : এই বাক্যটিও ঠিক হয়েছে , যদি ও এখানে তুলনাটা খুব পরিস্কার করে বলা হয়নি। যে ছবির সঙ্গে এই ছবির তূলনা করা হচ্ছে , সেটি উহ্য। আসলে বাস্তবে তো আমরা একটা sentence বলি না। অনেকগুলো sentence বলি। পুরো text কে কেন্দ্র করেই বাক্যের মানেটা

বোঝা যায়। হয়ত বাক্যের আগের দিকে , এ রকম একটি বাক্য ছিল , যেটাতে ঐ যার সঙ্গে তূলনা করা হচ্ছে সে কথাটা বলা হয়েছিল।

শতরূপা : হ্যাঁ , যদি এ রকম বলি। That picture is nice but this is nicer ?

আনিস : হ্যাঁ এবার মানেটা একদম পরিস্কার হলো। Adjective এর এই জাতীয় রূপান্তরের আরও কিছু নিয়মের প্রতি আলোকপাত করার ইচ্ছে রইলো, আগামী অনুষ্ঠানে।

শতরূপা : তবে আজকের মতো ওঠার আগে জানিয়ে রাখি Talk2US এর ভিডিও সংস্করণও আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব সাইটে । আমাদের ওয়েব সাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com

আনিস: তা হলে Talk2US ‘এর এই সঙ্কলন থেকে ওঠার আগে

শতরূপা : আমি , শতরূপা বড়ুয়া

আনিস : আর আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।

please wait

No media source currently available

0:00 0:04:12 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG