অ্যাকসেসিবিলিটি লিংক

কারাদন্ড নিয়ে লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলারের আপীল


লাইবেরিয়ার সাবেক প্রেসিডেণ্ট চার্লস টেইলার যুদ্ধাপরাধের দায়ে – সিয়েরা লিওনে দশককাল স্থায়ি গৃহযুদ্ধ চলাকালে সন্ত্রাসবাদ , খুন-রাহাজানি, বলাত্কার এবং শিশূ সৈন্য ভর্তির অভিযোগে তাঁর যে ৫০ বছরের কারাদন্ড হয়েছে তার বিরূদ্ধে আপীল করছেন ।
দি হেইগে , সিয়েরা লিওনের জাতিসংঘ সমর্থিত বিশেষ আদালত মঙ্গলবার দু’দিনের শুনানীতে সওয়াল-জবাবের সূচনা করে । টেইলারের কৌঁশুলিরা দন্ডের মেয়াদ হ্রস্ব বা বিলুপ্ত করার পক্ষে বক্তব্যের অবতারনা করেন । অপরদিকে , বাদিপক্ষের অভিশংসকেরা আরো কঠোর সাজার সুপারিশ করেন । বাদিপক্ষে দন্ডের মেয়াদ ৮০ বছর করার দাবি জানানো হয় । দ্বিতিয় বিশ্ব যুদ্ধের পর এই প্রথম কোনো রাষ্ট্র প্রধানকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দোষি সাব্যস্ত করা হয়েছে ।
XS
SM
MD
LG