অ্যাকসেসিবিলিটি লিংক

নিখোঁজ বিমানের চীনা স্বজনদের উত্তেজনাপূর্ণ আহাজারি


নিখোঁজ মালায়েশিয়ো জেট বিমানের সন্ধান কাজে অগ্রগতির না হওয়ায় বুধবারের এক সংবাদ সম্মেলনে হতাশা ব্যক্ত করা হয় । নিখোঁজ যাত্রীদের স্বজনরা মালায়েশিয়ো কর্মকর্তাদের চ্যালেঞ্জ করেছেন।

শোকার্ত পরিবারের সদস্যরা সেই ঘরে জোর করে ঢুকে পড়েন যেখানে মিডিয়া ব্রিফিং চলছিলো , তাদের হাতে ছিল ব্যানার যেখানে লেখা ছিল , ঐ বিমানটির কি হয়েছে সে ব্যাপার আমাদের সত্যি কথা বলুন।


ঐ বিমানের ২২৭ জন যাত্রীর মধ্যে দুই-তৃতীয়াংশই ছিল চীনা বংশোদ্ভূত । তাদের অনেকেরই পরিবার , তাদের কথায় বিভ্রান্তিকর এবং পরস্পরবিরোধী তথ্য পাওয়ায় খুব ক্ষুব্ধ। কেউ কেউ অনশন ধর্মঘটের ও হুমকি দিয়েছেন।

মালায়েশিয়ার নিরাপত্তা বাহিনী ঐ কক্ষ থেকে কাদতে থাকা চীনা স্বজনদের বের করে দেয় এবং প্রবেশ পথ বন্ধ করে দেয়। সংবাদ সম্মেলনে মালায়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিশামুদ্দিন হোসেন বলেন কর্তৃপক্ষ বিমানটিকে সনাক্ত করার সর্বাধিক প্রচেষ্টা চালাচ্ছে।
XS
SM
MD
LG