অ্যাকসেসিবিলিটি লিংক

পেছনে তাকাতে চান না তেরেসা মে


FILE - British Prime Minister Theresa May speaks to reporters outside No. 10 Downing Street in London, July 13, 2016.
FILE - British Prime Minister Theresa May speaks to reporters outside No. 10 Downing Street in London, July 13, 2016.

বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র সাফ কথা। ব্রেক্সিট নিয়ে আর গণভোট নয়। তার মতে, ব্রেক্সিট একবারই হয়, যা হওয়ার হয়ে গেছে। এ নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই। সামনে তাকাতে হবে। বিশ্বকে নতুন কিছু দিতে হবে বৃটেনকে। গ্রীষ্মকালীন ছুটি শেষে বুধবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতি পর্যালোচনাকালে বৃটিশ প্রধানমন্ত্রী বলেন, সমালোচনা কত কিছুই হয়, হোক না। আমাদেরকে হাত-পা ঘুটিয়ে বসে থাকলে চলবে না, কাজ করে দেখাতে হবে- বৃটেন পারে। প্রধানমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেন বেরিয়ে এসেছে জনরায়ে। তাই আমরা পেছনের দরজা দিয়ে চুপিচুপি ভুমিকা রাখতে যাবো কেন? যা কিছু করার আমরা সদর দরজা দিয়েই করবো। চলতি সপ্তাহান্তে চীনে অনুষ্ঠেয়জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদেয়ার আগে অনুষ্ঠিত এ বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। কারণ বিশ্বনেতাদেরকে তেরেসা মে কী বলবেন বা নীতি কৌশলইবা কী হবে তা ঠিক করা হয়েছে এ বৈঠকে।
লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG