অ্যাকসেসিবিলিটি লিংক

টেক্সাসে বন্যার পানির স্রোতে সামরিক যান উল্টে পাঁচ সেনার মৃত্যু


Severe Weather
Severe Weather

আমেরিকার সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন যে টেক্সাস রাজ্যের ফোর্ট হুড সেনা ঘাঁটিতে একটি হ্রদ বন্যার পানিতে প্লাবিত হলে সামরিক বাহিনীর একটি যান স্রোতের পানিতে উল্টে যায়। ঐ ঘটনায় পাঁচ সেনা প্রাণ হারান এবং আরও চারজন এখনও নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সকালে সেনা বাহিনীর প্রশিক্ষণের একটি দু’টন ওজনের ট্রাক আউল হ্রদের পানির প্রবল স্রোতে উলটে যায়। ঐ ঘটনার কিছুক্ষণের মধ্যে ৩ জন সেনার মৃতদেহ উদ্ধার করা হয় এবং বৃহস্পতিবার দিন শেষে আরও দুজনের মরদেহ পাওয়া যায়।

সেনা বাহিনী মৃত-সেনা দের নাম প্রকাশ করেনি।উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং অনুসন্ধান কাজেসামরিক বাহিনীর বিমান, প্রশিক্ষিত কুকুর এবং খর স্রোতে চলাচলের নৌযান ব্যবহার করা হচ্ছে। আরওতিন জন সেনাকে উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে তারা ভাল অবস্থায় আছেন। হিউজটন শহরের ৩২০ কিলোমিটার দূরে ফোর্ট হুড সেনা ঘাঁটিটি অবস্থিত। সেখানে গত কয়েক দিন ধরে ভারি বর্ষণ হচ্ছে ।

XS
SM
MD
LG