অ্যাকসেসিবিলিটি লিংক

শিশুরা ইবোলা রোগীর সংস্পর্শে এসছিলো: টেক্সাসের গভর্ণর


টেক্সাসের গভর্ণর রিক পেরি বলছেন যে স্বাস্থ্য কর্মকর্তারা এমন ১৮ জনের প্রতি নিবীড় নজর রাখছেন যারা ইবোলা রোগে আক্রান্ত বলে যুক্তরাষ্ট্রে চিহ্নিত প্রথম ব্যক্তির সংস্পর্শে এসেছে।

তাদের মধ্যে রয়েছে পাঁচজন স্কুলশিশুও। যে সব অ্যাম্বুলেন্স কর্মী যারা রোগীটিকে হাসপাতালে নিয়ে এসছিলেন , তারা এই রোগে আক্রান্ত হননি।

২০শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আসার পর থেকে , যারা তার সংস্পর্শে এসেছিল তাদের ওপর ২১ দিন ধরে নজরদারী করা হবে। এই সময়টি ইবোলা ভাইরাসের বিকাশ লাভের সময়। তবে কর্মকর্তারা বলছেন যে আর কোন সংক্রমণের সন্দেহ করা হচ্ছে না।

লাইবেরিয়া থেকে আসা ইবোলা আক্রান্ত এই রোগি , যাকে টমাস এরিক ডানকান বলে চিহ্নিত করা হয়েছে , তাকে ডালাসের একটি হাসপাতালে পৃথক করে রাখা হয়েছে।

XS
SM
MD
LG