অ্যাকসেসিবিলিটি লিংক

প্রকাশ্যে অস্ত্র বহন করার আইন পাশ হয়েছে টেক্সাসে


প্রকাশ্যে অস্ত্র বহন করার আইন পাশ হয়েছে যুক্তরাস্ট্রের দক্ষিন-পশ্চিমের রাজ্য টেক্সাসে। শুক্রবার পাশ হওয়া এই আইনের আওতায় যেসব টেক্সাসবাসীর আস্ত্রের লাইসেন্স আছে তারা প্রকাশ্যে পিস্তল নিয়ে ঘুরকতে পারবেন। রাজ্যের রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের ২০১৫ সালের অধিবেশনে আইনটি পাশ হয়।

আইনটি পাশ হবার পর অস্ত্রধারী টেক্সাসবাসীরা শুক্রবার তাদের অস্ত্রসহ আনন্দ মিছিল করেন। আইনটির সমর্থকরা জানান এতে করে জন নিরাপত্তা বাড়বে।

তবে এর বিরোধীরা বলেন যেসব রাজ্যে প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরার আইন বৈধ তা যে নিরাপদ স্থান তার তেমন কোনো প্রমান নেই।

যুক্তরাষ্ট্রের ৪০টিরও বেশী রাজ্যে বৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে চলাফেরার আইন রয়েছে। ওদিকে শুক্রবার প্রেসিডেন্ট ওবামা সারা দেশে অস্ত্র ব্যাবহার করে অপরাধ সংগঠনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ওবামা তার সাপ্তাহিক ভাষণে হতাশা ব্যক্ত করে বলেছেন "দেশে বন্দুক সহিংসতা যে মহামারির আকার নিয়েছে তা নিয়ন্ত্রণ করা অসমাপ্ত কাজের মতই।

XS
SM
MD
LG