অ্যাকসেসিবিলিটি লিংক

টেক্সাসের পাবলিক কলেজের ক্লাসরুমে অস্ত্র বহনের অনুমতি


বিশেষ কিছু অস্ত্রের লাইসেন্সধারীদেরকে টেক্সাসের পাবলিক কলেজের ক্লাসরুমে অস্ত্র বহনের অনুমতি দিয়ে সোমবার টেক্সাসে নতুন এক আইন পাশ হয়েছে।

এই বিতর্কিত আইনের সমর্থকেরা বলছেন এতে করে শশস্ত্র হামলা প্রতিরোধ সহজ হবে। তবে প্রতিপক্ষরা বলছেন এতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা আরো বিঘ্নিত হবে। টেক্সাসের রিপাবলিকান নিয়ন্ত্রিত আইন পরিষদে ‘ক্যাম্পাস ক্যারি’ নামের এই আইন পাশ হয়।

অস্টিনের ইউনিভার্সটি অব টেক্সাসে এক স্নাইপার বা অস্ত্রবাজের দ্বারা সংঘঠিত ভয়াবহ হামলার ঘটনার ৫০তম বর্ষপুর্তি উপলক্ষ্যে এই আইন পাশ হল। সেই হামলায় চার্লস হুইটম্যান নামক স্নাইপার ১৭ জনকে গুলী করে হত্যা করেছিল। অমেরিকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেটিই ছিল প্রথন হামলার ঘটনা।

XS
SM
MD
LG