অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডের রাজা মারা গেছেন


বিশ্বে সবচেয়ে বেশি সময়ে রাজত্ব করেছেন যিনি, থাইল্যান্ডের সেই রাজা ভূমিবল আদুলিয়াদেজ আজ ৮৮ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘ দিন ধরেই রাজার স্বাস্থ্য ভালো যাচ্ছিল না এবং শেষের বছরগুলোতে তিনি প্রধানত ব্যাঙ্ককের হাসপাতালেই সময় কাটাচ্ছেন।

প্রাসাদ থেকে রোববার রাতে জানানো হয় যে, তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটলে চিকিৎসকরা কিডনিতে ডায়ালিসিস করেন এবং তার রক্তচাপ কমে যাওয়ায় ফুসফুস থেকে তরল পদার্থ বের করার জন্য নতুন টিউব লাগান এবং তাঁকে ভেন্টিলেটারে রাখা হয়। তবে তারপরও তার অবস্থা স্থিতিশীল হয়নি।

শত শত থাইবাসী গোলাপি রঙের পোশাক পরে ব্যাঙ্ককে তাঁর হাসপাতালের বাইরে গতকাল এবং আজ প্রার্থনা করেন। এই সম্মানিত সম্রাটের মৃত্যু থাইবাসীর জন্য একটা বড় রকমের আঘাত, যাদের মধ্যে অধিকাংশই তাদের দেশে অন্য আর কোন সম্রাট দেখেনি।

রাজা ভূমিবল, যিনি নবম রাম হিসেবেও পরিচিত, মাত্র ১৮ বছর বয়সে ১৯৪৬ সালে সিংহাসনে আরোহন করেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা ঘোষণা করেন যে, ২০০২ সালেই রাজার উত্তরাধিকার ঠিক করা হয়েছে এবং মন্ত্রীসভা সংসদকে সেই সিদ্ধান্তটি জানাবে।

XS
SM
MD
LG