অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডে সরকার পতন আন্দোলনে টেলিকমিউনিকেশনস কার্যালয় ঘেরাও


থাইল্যান্ডে সরকার পতন আন্দোলনে বিরোধী দলীয় বিক্ষোভকারীরা শনিবার টেলিকমিউনিকেশনস কার্যালয় ঘেরাও করেছে। তাদেরকে প্রতিহত করতে ব্যংকক জুড়ে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

পুলিশ জানায় বিক্ষোভকারীরাপুলিশের সদর দপ্তর, গভর্নমেন্ট হাউজ এবং চিড়িয়াখানা ঘেরাও করার পরিকল্পনা করেছে। সেনাবাহিনীকে ইংগলুক শিনাওয়াত্রার সরকার পতন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ব্যপারে রাজী করানোর উপায় হিসাবে শুক্রবার সহস্রাধিক বিক্ষোভকারী সেনা সদরদপ্তরে জড়ো হন। দুই ঘন্টা সেখানে অবস্থানেরপড় তারা চলে যান।

পরে সেনা কমান্ডার জেনারেল প্রায়ুথ চান-ওচা বিক্ষোভকারীদেরকে তাদের আন্দোলনে সেনাবাহিনীকে পক্ষে নেয়ার জন্য জোর না করার অনুরোধ জানান।

বিক্ষোভকারীরা জানান রোববার তারা প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও করবেন এবং সেদিনই হবে তাদের বিজয়ের দিন। প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা মন্ত্রনালয় দখলে রাখার ঘোষণা দেন।
XS
SM
MD
LG