অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডের প্রধান মন্ত্রী রাজনৈতিক সংকট নিরসনকল্পে সংষ্কার পরিষদ কায়েমের প্রস্তাব করেছেন


태국 반정부 시위대가 23일 방콕 특별수사국 청사 주변에서 정권 퇴진을 요구하며 행진하고 있다.
태국 반정부 시위대가 23일 방콕 특별수사국 청사 주변에서 정권 퇴진을 요구하며 행진하고 있다.
থাইল্যান্ডের সংঘাত কবলিত প্রধান মন্ত্রী দেশটির রাজনৈতিক সংকট নিরসনকল্পে একটি জাতিয় সংষ্কার পরিষদ কায়েমের প্রস্তাব করেছেন ।
প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত ইতিমধ্যেই সংসদ বিলুপ্ত করেছেন এবং আগাম নির্বাচনের ডাক দিয়েছেন । কিন্তু হলে কি হবে বিরোধি দলের যে দাবী – প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, সে দাবী দাওয়া এতে তুস্ট হয়নি ।
ইংলাক শিনাওয়াত বুধবার বলেছেন – ফেব্রূয়ারির দু’ তারিখে নতুন যে সরকার নির্বাচিত হবে, প্রস্তাবিত সংষ্কার পরিষদ তাদের সঙ্গে মিলে একযোগে কাজ করবে । বলেন – তবে,এ পরিষদ সরকারের কোনো অংশ হবেনা এবং নিরপেক্ষ-নির্দল কমিশন, পরিষদের সদস্য মনোনিত করবে । পরিষদের কাজের মধ্যে থাকবে সাংবিধানিক সংশোধনী পর্যালোচনা-অর্থনীতিতে রদবদল ঘটানো, দূর্নীতি সমস্যার সমাধান অন্বেষা এবং নির্বাচনী সংষ্কার ।
XS
SM
MD
LG