অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডে সামরিক আইন জারি-ক্ষমতা দখলের কথা অস্বীকার সেনাবাহিনীর


থাইল্যান্ডে সামরিক বাহিনী দেশটিতে সামরিক আইন জারি করেছে – বলেছে,দেশে মাসের পর মাস থেকে থেকেই সরকার বিরোধী সহিংস প্রতিবাদ বিক্ষোভ দেখবার পরই আইন শৃঙ্খলা রক্ষার তাগিদে এটা করা হ’লো।
মঙ্গলবার দিনের প্রারম্ভে টেলিভিশনে প্রচারিত ভাষনে জেনারেল প্রায়ূথ চান-ওচা দেশের রাজনৈতিক সংকট নিরসনকল্পে এর প্রয়োজন ছিলো বলে যুক্তির অবতারনা করেন।
পরে, মঙ্গলবারেই,জেনারেল প্রায়ূথ বেশ কিছু সংখ্যক সরকারী সংস্থার পদস্থ কর্তাব্যক্তিদের সঙ্গে দেখা করেন-কথা বলেন।প্রতিদ্বন্দী দলগুলোর মধ্যে আলোচনারও আহ্বান জানান তিনি।তবে একই সঙ্গে এ প্রত্যয়ও ব্যক্ত করেন যে,আইন-শৃঙ্খলা পুন:প্রতিষ্ঠিত না হওয়া অবধি সামরিক আইন বলবত রইবে।
গত আশি বছরে সেনা বাহিনী অভ্যুত্থান নেমেছে এগারো বার।তবে,তারা ক্ষমতা দখলের কথাটা প্রত্যখ্যান করছে-কর্মকর্তাদের অনেকেই,দৃঢ় কণ্ঠে অভ্যুত্থান ঘটার কথা অস্বীকার করছেন।
XS
SM
MD
LG