অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডের আদালত বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ না করতে বলে সরকারকে হুঁশিয়ার করেছে


থাইল্যান্ডের একটি আদালত প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ যেন না করা হয় , একথা বলে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে।এই মাত্র একদিন আগেই পুলিশের সঙ্গে সংঘাতে পাঁচ ব্যক্তির প্রাণ বিনাশ হয়।তবে ঐ দেওয়ানী আদালত বুধবারে,জানুয়ারীর শেষ ভাগ থেকে ষাইট দিনের যে জরূরী আইন ফরমান বলবত রয়েছে সেটা খারিজ করবার জন্যে বিরোধী দলের পক্ষ থেকে উত্থিত দাবী নাকচ করে দিয়েছে।প্রতিবাদ বিক্ষোভকারীদের শীর্ষ নেতাদের পাকড়াও করতে এবং ব্যাঙ্ককে প্রতিবাদীদের কিছু কিছু শিবির ভেঙ্গে দেবার লক্ষে সরকার ঐ জরুরী ফরমান কাজে লাগিয়েছে।
গতকাল মঙ্গলবার চার প্রতিবাদী ও এক পুলিশ কর্মী নিহত হন-কয়েক ডজন লোক জখম হন রাজধানীতে দুপুর বেলায় সংঘটিত সংঘাত-সংঘর্ষে।
সহিংসতা সত্বেও বিরোধী দলীয় প্রতিবাদীরা বুধবার তাদের প্রতিবাদ-আন্দোলন আরো জোরদার করে তোলে – তবে, আগের মতো ঐ সংঘাত-সংঘর্ষ কিছু হয়নি এ দিন।
XS
SM
MD
LG