অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে ভূমিধ্বসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে


আফগান উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকরা আজ শনিবার, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবারের মারাত্মক ভূমিধ্বসে চাপা পড়া মানুষ ও লাশ উদ্ধারের জন্যে কয়েক মিটার গভীর কাদা খনন করে।

আশংকা করা হচ্ছে, ঐ ভূমিধ্বসে নিহতের সংখ্যা হতে পারে কয়েকশ থেকে দু হাজারের ওপরে। কর্মকর্তারা বলছেন, প্রবল বর্ষণ বাদাখশাঁ রাজ্যে ঐ ভূমিধ্বসের কারণ, এবং এর ফলে প্রায় ৩শ বাড়ি কাদার নিচে চাপা পড়েছে। একটি ছোট আকারের ভূমিধ্বসের কয়েক ঘন্টা পরেই ঐ মারাত্মক ভূমিধ্বস আঘাত হানে।

আরও ভূমিধ্বসের ভীতি উদ্ধার অভিযানকে জটিল করে তুলেছে। কর্মকর্তারা বলছেন, কাদার গভীরতার কারণে, আরো লাশ উদ্ধার অসম্ভব হয়ে পড়তে পারে। এবং এলাকাটি একটি গণকবরে পরিণত হচ্ছে।

এই বিপর্যয়ের কারণে, যারা গৃহহীন হয়ে পড়েছেন এবং যাদের বাড়িঘর থেকে সরে যেতে হয়েছে তাদের খাদ্য, পানি ও অন্যান্য চাহিদা পূরণকেই এখন প্রাধান্য দেওয়া হচ্ছে।
XS
SM
MD
LG