অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সচেতন মানুষের ক্রমাগত নীরবতার কারণেই সাম্প্রদায়িক ও সন্ত্রাসী হামলা বাড়ছে: টিআইবি সভাপতি


বাংলাদেশে সচেতন মানুষের ক্রমাগত নীরবতার কারণেই সাম্প্রদায়িক এবং সন্ত্রাসী হামলা দিন দিন বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর সভাপতি সুলতানা কামাল।

মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য হাঙ্গার প্রজেক্টের পিস অ্যাম্বাসাডরদের দ্বিতীয় জাতীয় কনভেনশনে সুলতানা কামাল আরও বলেন, সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দল ও সুশীল সমাজের অংশগ্রহণ জরুরি।

এদিকে, সংখ্যালঘু অধিকার আন্দোলন এবং হিন্দু শিক্ষার্থীদের দুইটি সংগঠন নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় প্রাণিসম্পদ মন্ত্রীসহ ওই এলাকার নিষ্ক্রিয় কর্মকর্তাদের অপসারণ এবং হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ছয় দফা দাবি আদায়ের জন্য শুক্রবার সকালে ঢাকার শাহবাগ থেকে নাসিরনগর পর্যন্ত লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে।

এর আগে ওই তিন সংগঠনের কয়েকশত কর্মী শাহবাগ মোড় সকাল ১১টা থেকে আড়াই ঘণ্টা অবরোধ করে রাখলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঢাকা থেকে জহুরুল আলম।


XS
SM
MD
LG