অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বব্যাংক ঘোষিত ২০০ কোটি ডলারের ঋণ সহায়তা নয় বরং অনুদান পাওয়ার অধিকার রয়েছে বাংলাদেশের: টিআইবি


জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাংকের ঘোষিত ২০০ কোটি ডলারের ঋণ সহায়তা নয় বরং অনুদান পাওয়ার অধিকার বাংলাদেশের রয়েছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

শুক্রবার ঢাকায় উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট, টিআইবি এবং সচেতন নাগরিক কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের মানুষ এমনিতেই যথেষ্ট ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকির মধ্যে রয়েছে।

সংবাদ সম্মেলনে ২২তম জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ু দুর্গতদের পক্ষ থেকে ১১ দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে ২০৫০ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ গড়ে এক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনতে বাধ্যতামূলক প্রতিশ্রুতির দাবি জানায় সংগঠনগুলো।

এছাড়া গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থ বরাদ্দের প্রক্রিয়া সরলীকরণেরও সুপারিশ করা হয়। ঢাকা থেকে জহরুল আলম।

XS
SM
MD
LG