অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প স্বীকার করলেন প্রেসিডেন্ট ওবামার জন্ম যুক্তরাষ্ট্রেই


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বা তার প্রচার অভিযান বৃহস্পতিবার প্রথমবারের মতো স্বীকার করেছে যে প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন। কয়েক বছর ধরে প্রেসিডেন্ট বারাক ওবামার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

ট্রাম্পের প্রচার শিবির এক বিবৃতিতে এই স্বীকারোক্তি দিয়েছে যে ট্রাম্পের ক্রমাগত আক্রমণের মুখে ওবামা তাঁর জন্ম সনদ প্রকাশ করে এই বিষয়ের ইতি টানলেন।

ট্রাম্পের মুখপাত্র জেসন মিলার বলেছেন, ট্রাম্প বিশ্বাস করেন যে প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন। তিনি বলেন অন্যান্যরা যখন প্রেসিডেন্টের জন্ম সনদ বার করতে পারছিল না তখন আমরা সফল ভাবে তা করতে পেরেছি।

ওদিকে, হিলারী ক্লিন্টন বৃহস্পতিবার থেকে আবারও নির্বাচনী প্রচারে ফিরেছেন। নিউমোনিয়ায় আক্রান্ত ক্লিন্টন রবিবার স্বাস্থ্যগত কারণে ১১ই সেপ্টেম্বরের স্মরণ সভা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

XS
SM
MD
LG