অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই ল্যাভ্রফ


হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই ল্যাভ্রফ।

জানুয়ারীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই প্রথম রাশিয়ার এই শীর্ষ কুটনীতিকের সাক্ষাৎ ঘটলো। ল্যাভ্রফ হোয়াইট হাউজের পশ্চিম দ্বার দিয়ে ভেতরে ঢোকেন যেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার নেই।

এর আগে সিরিয়া ও ইউক্রেনসহ বিভিন্ন বিষয়ে আলোচনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই ল্যাভ্রফকে বুধবার পররাষ্ট্র মন্ত্রনালয়ে স্বাগত জানিয়েছেন।

হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ল্যাভ্রফের। ২০১৩ সালের পর এই প্রথম ওয়াশিংটন সফর করছের ল্যাভ্রফ।

রেক্স টিলারসন সাংবাদিকদের বলেছেন, “মস্কোয় আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তা যেনো এগিয়ে নেয়া সম্ভব হয় সেই জন্য ওয়াশিংটনে স্বাগত জানাচ্ছি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভ্রফকে”।

টিলারসন এবং ল্যাভ্রফ গত মাসে মস্কোয় বৈঠক করেছিলেন এবং সিরিয়ায় অসামরিক লোকজনের ওপর রাসায়নিক অস্ত্রের হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের ক্ষেপনাস্ত্র হামলা নিয়ে আলোচনা করেন।

XS
SM
MD
LG