অ্যাকসেসিবিলিটি লিংক

তিনটি রাজ্যে ট্রাম্প বিজয়ী একটিতে ক্লিন্টন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সর্বসাম্প্রতিক ফলাফলে টেলিভিশন প্রাক্কলনে ডনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। তিনি ইন্ডিয়ানা , কেন্টাকিতে এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়লাভ করে ২৪টি ইলেক্টরাল ভোট পেয়েছেন , হিলারি ক্লিন্টন ভার্মন্ট অঙ্গরাজ্যে জয়লাভ করে ৩টি ইলেক্টরাল ভোট পেয়ছেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যে তুমূল প্রতিদ্বন্দ্বিতা চলছে। অন্যান্য রাজ্য থেকে শিগগিরই ফলাফল আশা করা হচ্ছে।

যেখানে নির্বাচন এখন ও শেষ হয়নি , সে সব জায়গায় ভোটদাতাদের দ্রুত ভোট প্রদানের জন্য ডেমক্র্যাট পদপ্রার্থি হিলারি ক্লিন্টন আহ্বান জানাচ্ছেন।

উভয় প্রার্থিই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন। মঙ্গলবার বহু ভোটদাতা বলেন যে প্রার্থিদের সম্পর্কে তাদের মনে সংশয় আছে । অর্ধেকের ও কিছু বেশি লোক তাঁদের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নির্বাচনের আগের দিনের এক জরিপে দেখা যায় যে ক্লিন্টন ট্রাম্পের তুলনায় ২ থেকে ৩ পয়েন্ট এগিয়ে আছেন। নির্বাচনে পার্থক্যটা যদি খুব কম হয় তবে বিজয়ী ঘোষণা করতে সময় লেগে যেতে পারে।

XS
SM
MD
LG