অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাশা এবং ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার নির্বাচনের ফলাফল


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যেমনটি প্রত্যাশা করেছিলেন, সে রকম ফলাফল ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়ার নির্বাচনে পাওয়া যায়নি। উভয় নির্বাচনেই কট্টরপন্থি গোড়া জাতীয়তাবাদিরা পরাস্ত হয়েছেন। এই ফলাফলের আলোকে, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার নেতাদের দৃষ্টিভঙ্গি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্র নীতি বিশ্লেষণ করেছেন, স্যাক্রাম্যান্টোতে ক্যালিফোনিয়া স্টেট ইউনাভির্সিটির সাংবাদিকতার সহকারী অধ্যাপক ড মোহাম্মাদ আবু নাসের। ড নাসের বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ফ্রান্সের নির্বাচনে যে গোড়া জাতীয়তাবাদী প্রার্থিকে সমর্থন করেছিলেন, তিনি পরাস্ত হয়েছেন। নব নির্বাচিত প্রেসিডেন্টের বেশ কিছু নীতির সঙ্গে ট্রাম্পের নীতির লক্ষ্যযোগ্য অমিল রয়েছে কিন্তু এ কথাও সত্যি যে নির্বাচনী প্রচার অভিযানের সময়ে তিনি যতখানি নেটো এবং ই.ইউ বিরোধী ছিলেন, প্রেসিডেন্ট পদে আসীন হবার পর তাঁর অবস্থানে পরিবর্তন এসছে।

দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে মুন জায়-ইন যে শান্তিবাদী দৃষ্টিভঙ্গি নিচ্ছেন তার সঙ্গে ট্রাম্প প্রশাসনের মতভেদ থাকতেই পারে কিন্তু এ ক্ষেত্রে ও ট্রাম্প স্বেচ্ছায় না হলেও কুটনৈতিক কারণে উত্তর কোরিয়াকে প্রশমিত করতে চীনের সহায়তা চাইবেন। দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট ও চীনের সঙ্গে, দুই কোরিয়ার শান্তি বিষয়ে কথাবার্তা বলবেন। তবে ড নাসের স্মরণ করিয়ে দেন যে দক্ষিণ চীন সাগরে চীনা তৎপরতা সহ বেশ কিছু আঞ্চলিক বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের মতভেদ রয়ে গেছে।

ড মোহাম্মদ আবু নাসেরের এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন, আনিস আহমেদ:

XS
SM
MD
LG