অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিন কোরিয়া ও যুক্তরাষ্ট্র কোরিয় উপদ্বীপের সাগর জলে সামরিক মহড়ায় জাপানের সঙ্গে যোগ দিলো


of Kim Il Sung, the country's late founder.
of Kim Il Sung, the country's late founder.

উত্তর কোরিয়া আজ মঙ্গলবার তাদের সামরিক বাহিনীর ৮৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। এবং দক্ষিন কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে বলা হচ্ছে এটা উত্তর কোরিয়া করছে তাদের পুর্বাঞ্চলবর্তী বন্দর-শহর ওয়ানসনে বিশাল আকারে গোলাগুলি বর্ষন-মহড়ার মধ্যে দিয়ে।

পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করেছিলেন,পারমানবিক অস্ত্র সম্ভার সমৃদ্ধ উত্তর কোরিয়া বুঝিবা ষষ্ঠ একখানা পারমানবিক ক্ষেপনাস্ত্রের পরিক্ষামুলক উৎক্ষেপনের মধ্যে দিয়েই এ বর্ষপুর্তি পালন করবে- তবে, সূর্যাস্তের সময় অবধি তেমন কিছুই ঘটেছে বলে শোনা যায়নি।

উত্তর কোরিয়ার এ বর্ষপুর্তি উৎসব উদযাপিত হ’লো ঠিক ঐ দিনটাতেই যেদিন কিনা যুক্তরাষ্ট্রের পারমানবিক শক্তি চালিত ডুবোজাহাজ বা সাবমেরীন USS Michigan দক্ষিন কোরিয়া গিয়ে পৌঁছুলো এবং দক্ষিন কোরিয়া ও যুক্তরাষ্ট্রের - এ দু’ দেশের নৌ বাহিনী যখন কিনা কোরিয় উপদ্বীপের পশ্চিম প্রান্তবর্তী সাগর জলে এক সামরিক মহড়ায় জাপানের সঙ্গে যোগ দিলো।

এ নৌ মহড়া চলবে বুধবার অবধি। এবং বুধবারেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র কংগ্রেসের শত সদস্য বিশিষ্ট সেনেট সভার সকল বিধায়ককেই হোয়াইট হাউসে এক গোপন অবহিতকরণ বৈঠকের জন্যে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। গোপন ঐ অবহিতকরণ বৈঠকে মুলত: উত্তর কোরিয়া প্রসঙ্গই উত্থিত হবে।

XS
SM
MD
LG