অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউজে ট্রাম্প-ওবামা বৈঠক


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন , ডনাল্ড ট্রম্পের সংগে তাঁর চমৎকার এবং ব্যাপক আলোচনা হয়েছে। নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম হোয়াইট হাউজে ডনাল্ড ট্রাম্পের সফরের সময়ে এই আলোচনা হয়।

ওভাল অফিসে বক্তব্য রাখার সময়ে ওবামা জোর দিয়েই বলেন যে তাঁর সব চেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে , নির্ঝঞ্ঝাট ভাবে ক্ষমতা হস্তান্তর।

ট্রাম্প বলেছেন তিনি ওবামার সঙ্গে ভবিষ্যতে কাজ করে যাবেন এবং এটাকে তিনি বিশাল এক সম্মানের বিষয় বলে অভিহিত করেন।

ওভাল অফিসে এই বৈঠকের আগেই হোয়াইট হাউজ থেকে বলা হয়, “ শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তা্ন্তর হচ্ছে আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি। ট্রাম্পের স্ত্রী একান্ত ভাবে ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে হোয়াইট হাউজের একান্ত ব্যক্তিগত এলাকায় জীবন যাপন নিয়ে আলাপ আলোচনা করেন।

হোয়াইট হাউজ বলছে মঙ্গলবার রিপাবলিকান ট্রাম্প নির্বাচিত হবার বহু আগেই ওবামা গত বছরই তাঁর কর্মকর্তাদের নির্দেশ দেন যে তাঁর কার্যমেয়াদের শেষ বছরে তাঁর অগ্রাধিকার হচ্ছে নির্ঝঞ্ঝাটে ক্ষমতা হস্তান্তর।

ওয়াশিংটনে ট্রাম্প প্রতিনিধিপরিষদের স্পিকার পল রায়ান এবং সেনেটে সংখ্যা গরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাক’কনেলের সঙ্গে বৈঠক করেছেন ।

পররাষ্ট্র মন্ত্রী জন কেরি , শান্তিপূর্ণ ভাবে নের্তৃত্বে পরিবর্তনের ঐতিহ্যের কথা উল্লেখ করে আজ ট্রাম্পকে অভিন্দন জানান।

XS
SM
MD
LG