অ্যাকসেসিবিলিটি লিংক

বেশিরভাগ আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের কাজকর্ম সম্পর্কে নেতিবাচক মত পোষণ করেন


প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে তাঁর তিনমাসের কর্মকান্ড সম্পর্কে অত্যন্ত সন্তোষজনক আখ্যা দিলেও ভোটারদের মতামত নিয়ে করা জরিপের ফলাফলে দেখা যাচ্ছে আমেরিকান ভোটারদের বেশিরভাগেরই তাঁর কাজকর্ম সম্পর্কে নেতিবাচক মত পোষন করেন।

চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “কোনো প্রশাসনই প্রথম ৯০ দিনে এ্যাতো কিছু অর্জন করতে পারেনি- যা আমরা করতে পেরেছি; যার মধ্যে রয়েছে সেনা কার্যক্রম, সীমান্ত সমস্যা সমাধানের প্রয়াস, বানিজ্য, নীতিমালা নির্ধারণ, আইন শৃংখলা কার্যক্রম- সরকারের সংস্কার- ইত্যাদি”।

দুই সপ্তাহ আগে সিরিয়ায় অসামরিক লোকজনের ওপর রাসায়নিক অস্ত্রের প্রয়োগের বিরুদ্ধে হুমকীস্বরূপ সেখানে ক্ষেপনাস্ত্র হামলা করার পর প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা প্রশংসা পান। তবে গ্যালোপ জরিপের ফলাফল অনুযায়ি ভোটাররা তাঁর কাজকর্মে অতোটা খুশী নন। ভালো এবং মন্দের বিচারে প্রেসিডেন্ট সম্পর্কের ভোটার সমর্থনের ফল ৫২-৪২ শতাংশ। ওদিকে আবার কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপ অনুসারে প্রেসিডেন্টের নেতিবাচক থেকে ইতিবাচক সূচকের নম্বর হচ্ছে ৫৬ থেকে ৪০ শতাংশ।

পলিটিকো/মর্নিং কনসাল্ট বলেছে ৩৯ শতাংশ ভোটার ডনাল্ড ট্রাম্পকে এ বা বি দিয়েছেন; ৩৭ শতাংশ ডি বা এফ দিয়েছেন।

XS
SM
MD
LG