অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচী বন্ধে ডনাল্ড ট্রাম্পের মন্তব্য


রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়োন প্রত্যাশী ডনাল্ড ট্রাম্প বলেছেন উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচী বন্ধে কিম জং উনের সঙ্গে আলোচনায় রাজী আছেন তিনি।

রয়টারের সঙ্গে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন কিম জং উনের সঙ্গে কথা বলায় কোনো সমস্যা নেই আমার। তিনি বলেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে তিনি এ সমস্যা সমাধানে একটি ভূমিকা নিতে চীনের ওপর চাপ প্রয়োগ করবেন।

উত্তর কোরিয়ার পরমানু কর্মসূচী এবং কয়েক দফায় ক্ষেপনাস্ত্র পরীক্ষার কারনে জাতিসংঘ নানা ধরণের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির ওপর।

এর আগে যুক্তরাষ্ট্র ও চীন, দক্ষিন কোরিয়া, রাশিয়া এবং জাপানকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচী বন্ধের চেষ্টা করলেও তা ভেস্তে যায়।

উত্তর কোরিয়া বিষয়ে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেন ডেমোক্রেটিক দল থেকে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন।

XS
SM
MD
LG